দবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বিষ্ণুপুরে এসে সাংবাদিকদের ‘চটি চাটা মিডিয়া’ বলে ইতিমধ্যে শিরোনামে এসেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। সংবাদমাধ্যমকে ফের অপমানজনক মন্তব্য করায় এবার জড়ালো নন্দীগ্রামের বিজেপি বিধায়কের নাম। আর এরই প্রতিবাদে এদিন বিক্ষোভ কর্মসূচি পালন করল বিষ্ণুপুর মহকুমা প্রেস ক্লাবের সাংবাদিকরা। মঙ্গলবার সকাল থেকেই বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান সাংবাদিকরা। এছাড়াও তারা একটি স্মারকলিপি জমা দেন বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ কুমার দত্তর কাছে। এদিন মহকুমা শাসকের কাছে এই স্মারকলিপি জমা দেন বিষ্ণুপুর মহকুমা প্রেস ক্লাবের সভাপতি উজ্জ্বল পাল এবং সম্পাদক অভিজিৎ অধিকারী।
উল্লেখ্য, বিষ্ণুপুরে একটি দলীয় বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের ‘চটি চাটা মিডিয়া’ বলে কুরুচিকর মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনার প্রতিবাদেই বিষ্ণুপুরের সাংবাদিকরা বিক্ষোভ দেখান। তারা এই মন্তব্যের চরম নিন্দা করেন এবং ভবিষ্যতে এভাবে সংবাদমাধ্যমকে যাতে অপমানিত হতে না হয়, তার দাবি জানান।
Social