টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মুখ্যমন্ত্রীর নির্দেশে রেষ্টুরেন্ট খুললেও দেখা যাছে রেস্টুরেন্ট গুলিতে লোক সমাগম কম। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহরের বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে দেখা গেল একই চিত্র। বর্ধমান বি.সি রোড সহ ঢল দিঘি পেট্রোল পাম্পের পাশে রেস্টুরেন্ট গুলিতে রয়েছেন অল্প সংখ্যক মানুষ। প্রসঙ্গত উল্লেখ্য অংশিক লকডাউনের মেয়াদ বৃদ্ধির সাথে সাথে ছাড় দেওয়া হয়েছে বেশকিছু ব্যবসার উপর। যার মধ্যে রয়েছে শপিং মল থেকে শুরু করে রেস্টুরেন্ট। পাশাপাশি দোকান খুলে রাখার সময়সীমা কিছুটা বর্ধিত হয়েছে।
শহরের এক রেস্টুরেন্ট ব্যবসায়ী বলেন, এই করোনা পরিস্থিতিতে ব্যবসার হাল খুবই খারাপ। রেস্টুরেন্টে মানুষ সেরকম না আসলেও তবে তিনি বললেন এই সময় অনলাইন বুকিং করে অনেকেই অর্ডার দিচ্ছেন। কিন্তু রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছেন মাত্র ৩০ শতাংশ মানুষ। সমস্ত রকম করোনা সতর্কতা মেনে রেস্টুরেন্ট খোলা হচ্ছে। বারে বারে স্যানিটাইজার স্প্রেও করা হচ্ছে।
Social