টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বর্ধমানের একটি পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শহরের দামোদরের সেচ খালে ছেড়ে দেওয়া হল মাছ, কচ্ছপ এবং জঙ্গলের ছেড়ে দেওয়া হল কিছু উদ্ধার হওয়া সাপ। এমনকি বিভিন্ন প্রজাতির পাখি যেমন টিয়া, বাবুই,মুনিয়া প্রভৃতি পাখি এদিন খোলা আকাশে ছেড়ে দেওয়া হয়। সংস্থার পক্ষে অর্ণব দাস জানিয়েছেন, শনিবার সকালে বৃক্ষ পুজোর মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পাশাপাশি প্রায় ৮০টি গাছ রোপন করা হয়। তিনি আরও জানান, মূলত পরিবেশ দিবসকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এদিন বিভিন্ন উদ্ধারকৃত পশু, পাখি যেমন খাঁচামুক্ত করা হল, তেমনি নতুন করে বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশকে আরো সবুজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
Social