টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ঝড়ের আগে মানুষ যশ-আগত এই ঝড় পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিরোধীদের কোন ক্ষতি করতে না পারে তাই মানবিক চিত্র ফুটে উঠল নবাব নগরে। বিজেপি সমর্থিত রঞ্জিত বালার মাঠে ধান পড়ে থাকার চিত্র ফুটে ওঠে। ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারীর কানে এইকথা পৌঁছতেই, সঙ্গে সঙ্গেই তিনি নির্দেশ দিলেন ওই ধান কেটে রঞ্জিত বালা-র বাড়িতে পৌঁছে যায় । সেইমতো এরুয়ার ও নবাব নগরের নেতৃবৃন্দ এসে বাড়ির লোককে নিয়ে সমস্ত ধান কেটে মঙ্গলবার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বিধায়ক বলেন ভাতার ব্লকের কোন বিরোধীদের ধান মাঠে থাকবে না, সবার নিজের নিজের ধান তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে ও যে যশ ঝড় টি আসছে, তার জন্য সমস্ত কর্মীকে সাধারণ মানুষের পাশে থাকতে বলা হয়েছে।
Social