টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানের ছোটনীলপুর অগ্রনী সংঘের শ্যামা পুজো উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেসের জাগো বাংলা বুক স্টল ফিতে কেটে উদ্বোধন করলেন বুধবার সন্ধ্যায় বর্ধমান পৌরসভার পুরপ্রশাসক প্রণব চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন সহ পুরপ্রশাসক আইনুল হক, আলপনা হালদার, প্রাক্তন জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার, শহর জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস সহ অন্যান্যরা।