Breaking News

বর্ধমানে অনুষ্ঠিত হলো ক্যারাটে প্রশিক্ষণ শিবির

 

প্রবীর মণ্ডল, বর্ধমানঃ শুধু ক্রিকেট-ফুটবল নয় বর্তমান সমাজে সেল্ফ ডিফেন্স-এর অত্যন্ত প্রয়োজন। সেই কথা মাথায় রেখে রবিবার পূর্ব বর্ধমান জেলার নারায়ণদিঘী দুর্গা মন্দির প্রাঙ্গণে নারায়ণদিঘী যুব সংঘের সহযোগিতায় ক্যারাটে প্রশিক্ষক শেখ ইসমাইল (জেকেএ স্কুল অফ ক্যারাটে, বর্ধমান) ও শুভঙ্কর মহন্ত (আইএফএসকে স্কুল অফ ক্যারাটে)-র উদ্যোগে একদিনের ক্যারাটে প্রশিক্ষণ শিবির ও বেল্ট পরীক্ষার আয়োজন করা হয়।

 

এদিন প্রশিক্ষণ ও বেল্ট পরীক্ষায় ছোট থেকে বড়ো বিভিন্ন বয়সীর প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। শিবিরে উপস্থিত ছিলেন আমন্ত্রিত শিক্ষক প্রদীপ শর্মা (ফোর ডান ব্লাক বেল্ট ফরম জাপান, মেম্বার অফ জেকেএডব্লুএফ ইন্ডিয়া) উপস্থিত সকল ছাত্র-ছাত্রীর অভিভাবকগণ এবং ক্লাবের সদস্য থেকে আরও অনেকে।

About Burdwan Today

Check Also

এলাকায় অশান্তি পাকানোর চেষ্টায় মন্তেশ্বরে গ্রেফতার ৩

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *