তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় লাভ এবং মুর্শিদাবাদের দুটি জায়গা সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে তৃণমূল প্রার্থীদের ৯০% এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি জেলা তৃণমূল সভাপতি শাওনি সিং রায়। তিনি জানান এই জয় মানুষের জয় এটা সেমিফাইনাল ছিল এটাতে জয়লাভে মানুষ বুঝিয়ে দিয়েছেন ২০২৪ সালে ফাইনাল খেলায় দিল্লি দখল করবে তৃণমূল কংগ্রেস আর এই জয়ের উল্লাসে কোনরকম বিজয় মিছিল করা হবে না বলেই তিনি জানান। বহরমপুর জেলা তৃণমূল কার্যালয়ে তৃণমূলের নেতৃত্ব ও শহর কর্মী-সমর্থকদের মধ্যে আবীর খেলে মিষ্টিমুখ করে এই আনন্দ ভাগ করে নিলেন সকলেই।