দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে অনড় ছিল কৃষকরা। দিল্লি পাঞ্জাব সীমানায় দীর্ঘদিন ধরে কৃষকদের অবস্থান-বিক্ষোভ দফায় দফায় উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। দীর্ঘদিন ধরে আন্দোলন চলার পর অবশেষে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে এই ৩ কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন।
অবশেষে এই কৃষি আইন বাতিলে খুশি সকল কৃষকরা। এই ঐতিহাসিক কৃষক আন্দোলনের জয়ের আনন্দে কৃষকদের মিষ্টিমুখ করালেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বাঁকুড়ার পুরন্দরপুর মাঠে গিয়ে কৃষকদের মিষ্টিমুখ করাতে দেখা গেল প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল জেলা চেয়ারম্যান শ্যামল সাঁতরা-কে। এদিন মাঠে কর্মরত কৃষকদের শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করালেন তিনি। কৃষকদের দাবি, এই জয় আমাদের জয়, দিল্লির বুকে আন্দোলনকারী কৃষকদের আন্দোলনের জয়। চাপে পড়ে কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার আমরা আজ খুবই আনন্দিত। পাশাপাশি এদিন মাঠে গিয়ে কৃষকদের সঙ্গে ধান কাটতে দেখা গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে।
এই প্রসঙ্গে বিজেপির কটাক্ষ, আমরাও তৃণমূলীদের মিষ্টি খাওয়াবো রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের যুবক-যুবতীদের দাবিগুলো মেনে নিলে।
Social