Breaking News

কালীপুজোর আগে দোকানে হানা দিয়ে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ, আটক ১

 

    টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কালী পুজোর প্রাক্কালে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালালো বর্ধমান থানার পুলিশ। প্রতি বছরই এই অভিযান চালায় বর্ধমান সদর থানার উদ‍্যোগে। শনিবার রাতে বর্ধমান শহরের তেঁতুলতলা বাজার সহ শহরের বিভিন্ন জায়গার সমস্ত বাজির দোকানে অভিযান চালায় পুলিশ।দোকানের আনাচে কানাচে শব্দ বাজির তল্লাশি করেও কোনো শব্দ বাজি উদ্ধার করেতে পারেনি  সদর থানার পুলিশ কর্মীরা। যদিও কোনোরকম শব্দবাজি বিক্রি করেন না, বলে জানিয়েছেন তেঁতুলতলা বাজার এলাকার বাজি বিক্রেতারা।  

   এইদিন  রাতেই বর্ধমানের ভাতছালা এলাকার একটি চায়ের দোকান থেকে ৪০কেজি শব্দ বাজি উদ্বার করে বর্ধমান থানার পুলিশ।চায়ের দোকানের মালিক জয়দেব বিশ্বাসকে গ্ৰেফতার করেছে বর্ধমান থানির পুলিশ। করোনা পরিস্থিতিতে বায়ুদূষণ রুখতে গতবছর যেকোনো রকম বাজি বিক্রি ও পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কোলকাতা হাইকোর্ট। সেই নিষেধাজ্ঞা ঘোষণার পর থেকেই জেলাজুড়ে পুলিশি অভিযান শুরু হয়েছিল। বর্তমান সময়েও চলছে করোনার দাপট। এখনও পর্যন্ত শুধু শব্দবাজির উপর নজরদারি শুরু করেছেন সদর থানার পুলিশ।

   তেঁতুলতলা বাজার এলাকার বাজি বিক্রেতা সেখ কবি রুদ্দিন বলেন,  দোকানে ফুলঝুরি, রং মশালা, চক্রি ছাড়া অন্য কোনো বাজি পায়নি। তিনি শব্দ বাজি বিক্রি করেন না বলে দাবি করেন। 

  বর্ধমানের তেঁতুলতলা বাজার এলাকায় এই সময় প্রচুর পরিমাণে আতশবাজি বিক্রি হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এখানে বাজি কিনতে আসেন। বিক্রেতাদের অনেকেই লক্ষ লক্ষ টাকার বাজি অর্ডার দিয়েছেন। পুলিশি অভিযানের জেরে সমস্যায় পড়েছেন তারা। জেলার অনেক এলাকাতেই লুকিয়ে চুরিয়ে বাজি বিক্রি চলছে বলে অভিযোগ উঠছে।

About Burdwan Today

Check Also

সরস্বতী পুজোয় বিপত্তি, প্রদীপের আগুনে ঝলসে মৃত্যু মহিলার

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সরস্বতী ঠাকুরকে প্রণাম করতে গিয়ে বিপত্তি, প্রদীপের শিখার আগুন শাড়িতে লেগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *