পাপু লোহার, কাঁকসাঃ মঙ্গলবার সকালে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর মোড়ের কাছে লরির ধাক্কায় মৃত্যু হয় এক সাইকেল আরোহীর। এই ঘটনায় ঘাতক লরি চালককে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। ধৃত লরি চালকের নাম উত্তম কুমার যাদব তিনি বিহারের বাসিন্দা বলে সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ত্রিলোকচন্দ্রপুর মোড়ের কাছে এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে চলে যায় একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং লরিটি পেছনে ধাওয়া করে পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কের ওপর ওই লোরিটিকে আটক করে এবং চালককে গ্রেপ্তার করে। বুধবার ধৃত চালককে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।