Breaking News

উচ্চমাধ্যমিকে একই স্কুলে ৭২জন ফেল, পাশ করিয়ে দেবার দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ

বিশ্বজিৎ দাস, নদীয়াঃ এক স্কুলে ৭২ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ফেল! স্কুল ঘেরাও করে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ। তাদের দাবি  ভালো নম্বর দিয়ে তাদের উত্তীর্ণ করাতে হবে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার বাগআঁচড়া হাই স্কুলের। উল্লেখ্য ২০২১এর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। যেখানে ফেলের হার খুবই কম। তবুও একই স্কুল থেকে ৭২ জন পরীক্ষার্থী ফেল করা নিয়ে ইতি মধ্যে প্রশ্ন উঠেছে। উল্লেখ্য নদীয়ার শান্তিপুর থানার বাগআচড়া উচ্চ বিদ্যালয় এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৮০ জন। কিন্তু ফল প্রকাশিত হওয়ার পর দেখা গেছে ৭২ জন পরীক্ষার্থী অনুত্তীর্ণ। সেই কারণেই এদিন স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। তাদের দাবি কাউন্সিলের কোথাও গাফিলতির জন্যই এই ফলাফল। তার কারণ মাধ্যমিক এবং একাদশ শ্রেণিতে তারা নিয়মিতভাবেই পাশ করেছে। কিন্তু যেভাবে পাশের হার গোটা রাজ্য জুড়ে সেই নিরিখে এক স্কুলে ৭২ জন পাশ করতে পারলো না! তারা কিছুতেই মেনে নিতে পারছে না।

 তাদের দাবি অবিলম্বে ভালো নাম্বার দিয়ে তাদের পাশ করাতে হবে। এ বিষয়ে বাগআচড়া হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর চক্রবর্তী বলেন, ইতিমধ্যেই আমরা কাউন্সিলের সঙ্গে কথা বলেছি। তাদের একটা মেইল করেছি। ছাত্র-ছাত্রীদের দাবি জানিয়ে আমাদের প্রতিনিধিদল কাউন্সিলের সঙ্গে কথা বলবে। আশা করছি কোন একটা সমাধান নিশ্চয়ই বের হবে।।

About Burdwan Today

Check Also

“পশ্চিমবঙ্গ এখন দালালদের ভূস্বর্গ হয়ে উঠেছে”, বর্ধমানে এসে এমনই মন্তব্য করলেন ডাঃ সত্যজিৎ বসু

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পশ্চিমবঙ্গ এখন দালালদের ভূস্বর্গ হয়ে উঠেছে বর্ধমানের এসে এমনই বিস্ফোরক মন্তব্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *