গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মুহুরী বাড়ির দুর্গাপুজো ৩৫৭ বছরের প্রাচীন। এই পুজোয় এখন আর সেই জৌলুস না থাকলেও পুজো হয় আজও নিষ্ঠাসহকারে নিষ্ঠাসহকারে সাক্ত্যমতে, ছাগ বলির প্রথা চালু আছে। সঞ্জয় ভট্টাচার্য বলেন, এই বাড়িতে একই মন্ডোপে দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো ও সরস্বতী পূজো হয় যা জেলায় বিরল ঘটনা। তবে সেই জৌলুস আর নেই যেটা ছিল জমিদারি আমলে। ওই বাড়ির সৈকত, বিজন, অমিত, সুমিত, পাপাইরা নতুন প্রজন্ম তারাও প্রাচীন প্রথা মেনেই পুজো করতে বর্ধপরিকর।
এই পূজার প্রবর্তন করেন জমিদার বাবু রামধন মুহুরী সেই শুরু আজও হয়ে আসছে ধারাবাহিক ভাবে কাটোয়া সিদ্ধেশ্বরী তোলা পাড়ায় দুর্গা পুজো, নবমীর দিন মায়ের ভোগে থাকে মাছ ও মাংস এই রীতি চলে আসছে প্রাচীন কাল থেকে ।
Social