টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার ইদিলপুর এলাকায় এক বিচিত্র আকারের একটি বস্তু মাটিতে গজিয়ে উঠতে দেখে আতঙ্কিত এলাকার মানুষরা। যদিও এই বস্তুটি আসলে ফুল না ফল এলাকার বাসিন্দারা সেটা বলতে পারছে না। যদিও ফুলটি আকারে বেশ বড়ো এবং রঙ মেরুন রঙের । এটি কিভাবে এখানে গজালো তা এলাকার বাসিন্দারা ভেবে উঠতে পারছে না । যদিও এলাকাবাসীদের সূত্রে জানা যায় অদ্ভুত ধরনের ফুলটি থেকে রাত হলেই গন্ধ ছড়ায়। তিনদিন ধরে ফুলটি এখানেই আছে।
Check Also
হাওড়া জাতীয় লোক আদালতে প্রায় ৬ হাজার মামলার নিস্পত্তি ঘটলো
মোল্লা জসিমউদ্দিনঃ সম্প্রতি সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত।হাওড়া জেলা আদালতও তার …
Social