টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ২২নম্বর ওয়ার্ডে আলমগজ্ঞ এলাকায় চায়ে পে চর্চা সারলেন শুক্রবার সন্ধ্যায় বর্ধমান দক্ষিনের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দী ।এদিন বিজেপির প্রার্থী হবার পর এই প্রথম সন্দীপ বাবু আলমগজ্ঞ এলাকায় চায়ে পে চর্চা সারলেন ।এদিন তিনি বলেন লক্ষ্য ২০২১ আর এই ২০২১বিজেপির গর্ভরমেন্ট হবে এবং দক্ষিনের বিধায়ক হিসাবে আমি পা রাখবো। তিনি আরও বলেন এই এলাকায় মানুষের স্বতস্ফুর্ত সাড়া পাওয়া যাচ্ছে। যারা ব্যবসায়িক বন্ধুরা আছে তারা ছুটে আসছেন ।তিনি আরও বলেন এলাকার মানুষরা তাদের অনেক সমস্যার কথা বলছেন এলাকায় রাস্তা ঘাট এবং ড্রেন,ও জলের সমস্যা ।আমি তাদের আশ্বাস দিয়েছি জেতার পর তাদের সমস্যার সমাধান করবো।
Check Also
খাস কলকাতায় বিস্ফোরণ
টুডে নিউজ সার্ভিসঃ খাস কলকাতায় ভরদুপুরে বিস্ফোরণ। ঘটনায় হাত খোয়ালেন এক কাগজ কুড়ানি। ঘটনায় ব্যাপক …
Social