টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সাই কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠিত হতে চলছে বিজেপির জনসভা ।সেই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তারই শেষ মহুত্যের প্রস্তুতি পর্ব তুঙ্গে। মাঠে তৈরি করা হয়েছে মঞ্চ ।সেই মঞ্চে চারিধারে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে । গোটা মাঠ চত্বরে জুড়ে সাজো সাজো রব ।
Check Also
হাওড়া জাতীয় লোক আদালতে প্রায় ৬ হাজার মামলার নিস্পত্তি ঘটলো
মোল্লা জসিমউদ্দিনঃ সম্প্রতি সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত।হাওড়া জেলা আদালতও তার …
Social