বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ অবিলম্বে নিয়োগের দাবিতে মঙ্গলবার দুপুরে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা লিখিত আকারে ডেপুটেশন জমা দিলেন নদীয়া জেলার প্রাথমিক শিক্ষা সংসদের নবনির্বাচিত সভাপতি করিমপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক বিমলেন্দু সিংহ রায়কে। এদিন দাবি জানানোর পাশাপাশি এই দিন নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয় টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে। তাদের দাবি, দুই হাজার কুড়ি সালের ১১ নভেম্বর টেট উত্তীর্ণ সকল চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরপর সাত বছর কেটে গেলেও এখনও পর্যন্ত নিয়োগপত্র হাতে পাননি তাঁরা। তৎকালীন সময়ে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত নিয়োগপত্র না পেয়ে সম্প্রতি কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরতে গিয়ে ছিলেন চাকরি প্রার্থীরা। কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা তো দূরহ ব্যাপার, সেখানে চরম পুলিশি হেনস্থার সম্মুখীন হতে হয় তাদের এবং বিনা অন্যায়ে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল তাদেরকে বলে অভিযোগ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের।
সরকারি নিয়ম অনুসারে চাকরিতে নিয়োগের বয়স পেরিয়ে যাচ্ছে তাদের। এই পরিস্থিতিতে শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আগামী দিনে তাঁরা আর চাকরিতে বহাল হতে পারবেন না। অতএব অবিলম্বে তাদের নিয়োগের ব্যবস্থা করা না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন চাকরিপ্রার্থীরা বলেও জানা গিয়েছে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে।