টুডে নিউজ সার্ভিস, বড়শুলঃ সুন্দর সুস্থ সবল এই পৃথিবীটা হঠাৎই যেন অসুস্থ হয়ে পড়ল, আবির্ভাব হলো অদৃশ্যমান ভাইরাস করোনা। যার ফলে মানুষের জীবনধারায় এসেছে এক বিরাট পরিবর্তন। সকলে ঘরবন্দি জীবন কাটাচ্ছে। এখন কিছুটা স্বাভাবিক হলেও তার রেশ কিন্তু কাটেনি। বর্তমানে ইন্টারনেটের যুগে সবার হাতেই এখন স্মার্টফোন, অন্যদিকে বিশেষজ্ঞদের মতে এই স্মার্টফোন ছোটোদের উপর বড় প্রভাব ফেলে যার ফলে হতে পারে কঠিন রোগও। এই যুগে যার বড় উদাহরণ করোনা ভাইরাস। এই মারণ ভাইরাস আসার পর ছোটোরা আজ গৃহবন্দী। যার ফলে তারা মোবাইলের নেশায় আসক্ত হয়ে গেছে, যা সামাল দেওয়া তার পিতা-মাতার পক্ষে বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এমতাবস্থায় শুধুমাত্র বাড়ির অভিভাবকদেরই দায়িত্ব নয় যে বাড়ির ছোটো ছোটো ছেলে-মেয়েদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলাধুলা ও সুস্থ সামাজিক সংস্কৃতি মুখী করা। সেই ভাবনা থেকেই বড়শুল কিশোর সংঘের উদ্যোগে ও “বাচনিক” শিল্প – সংস্কৃতি – সাহিত্য চর্চা কেন্দ্রের সহযোগিতায় ২০ জন ছোটো ছোটো ছেলে-মেয়েদের নিয়ে শুরু হলো আবৃত্তি শেখানোর প্রচেষ্টা। ৪ ডিসেম্বর শনিবার আবৃত্তি চর্চা কেন্দ্রের শুভ উদ্বোধন হয়। এদিন বড়শুল কিশোর সংঘের মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক রূপক মজুমদার, বড়শুল কিশোর সংঘের মুখ্য উপদেষ্টা সৌমেন্দ্রনাথ বিশ্বাস ও বাচনিক আবৃত্তিচর্চা কেন্দ্রের শিক্ষিকা শাশ্বতী মজুমদার সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। ক্লাবের সম্পাদক পার্থ ঘোষ জানান, ছোটদের মোবাইল আসক্তি এড়াতে আমরা এই বিশেষ উদ্যোগ নিয়েছি, যা সপ্তাহের প্রতি শনিবার বিকাল সাড়ে ৩টে থেকে আবৃত্তি ক্লাস শুরু হবে।
Social