টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ নির্বাচনী প্রচার শেষ হতেই রুটমার্চ শুরু করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। বর্ধমান শহরের গোলাপবাগ এলাকা থেকে শুরু হয় এই রুটমার্চ। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে এই রুটমার্চ বলে জেলা পুলিশের পক্ষ জানানো হয়েছে। বর্ধমান শহরের ১ নম্বর ওয়ার্ড থেকে এই রুটমার্চ শুরু হয়। শুক্রবার বিকালের ১ নম্বর ওয়ার্ডের গোলাপবাগ থেকে রুটমার্চ শুরু হয়ে ২৭ নম্বর ওয়ার্ড হয়ে ১৯ নম্বর ওয়ার্ডের পীড়বাহারাম এলাকায় শেষ হয়।
উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায়, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিকগন। এদিন পুলিশ আধিকারিকেরা এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের নির্ভয়ে ভোট দান করায় আশ্বস্ত করেন। পরবর্তীতে শহরের সবকটি ওয়ার্ডেই রুটমার্চ করা হবে বলে পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায় জানিয়েছেন।