টুডে নিউজ সার্ভিস, হুগলিঃ বাংলার বুক থেকে হারিয়ে যাচ্ছে জাতীয় খেলা কবাডি। নতুন করে তার ঐতিহ্যকে ফেরানোর অভিনব প্রচেষ্টা হুগলির ভাতশালা মোল্লাপাড়া হাজী মোহাম্মদ মহসিন ক্লাবের। বাৎসরিক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসাবে ক্লাবের ময়দানে অনুষ্ঠিত হয় একটি আট দলীয় কবাডি টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই কবাডি টুর্নামেন্টে যা ঘিরে এলাকায় এক উৎসবের আমেজ। জানা যায়, এই ক্লাব থেকে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি পালন করা হয়। শীতের সময় শীতবস্ত্র বিতরণ, রক্তদান শিবির, গরিব অসহায় মানুষদের কন্যাদানের আর্থিক সহযোগিতা, চক্ষু পরীক্ষা এই সমস্ত হাজী মোহাম্মদ মহসিন ক্লাব করে থাকে। এক কথায় বলা যায় এই হাজী মুহাম্মদ মহসিন ক্লাব মানুষের সহযোগিতায় নিয়োজিত।
হাজী মোহাম্মদ মহসিন ক্লাবের একদিন ব্যাপী ৮ দলীয় কাবাডি ফাইনাল টুর্নামেন্ট বিজয়ী হয় ছিলামপুর ব্লু স্টার ক্লাব ও জয়ী হয় মেদিনীপুর কাবাডি এসোসিয়েশন অ্যাসোসিয়েশন।
Social