জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ওয়াকফ বিল বাতিলের দাবিতে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার মন্তেশ্বরের কুসুম গ্রাম বাজার এলাকায় জাতীয় কংগ্রেসের অফিস থেকে একটি মিছিল শুরু করে গোটা কুসুমগ্রাম বাজার পরিক্রমা করে কুসুমগ্রাম বাসস্ট্যান্ডে মিছিলটির শেষ হয়। মিছিল শেষে বাসস্ট্যান্ডে মুসলিম সমাজের কল্যাণের জন্য জনবিরোধী ওয়াকফ বিল বাতিলের দাবিতে কেন্দ্রীয় সরকারের বরখাস্তের দাবিতে এই সভা অনুষ্ঠিত হয় বলে জানান মন্তেশ্বর ব্লক কংগ্রেসের নেতৃত্ব।
এদিন উপস্থিত ছিলেন বর্ধমান জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি বুলবুল আহমেদ, প্রদেশ কংগ্রেস সদস্য জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বর ব্লক কংগ্রেসের আব্বাহক বাদশা সিকান্দার মল্লিক, যুব কংগ্রেস সভাপতি আজিজ শেখ সহ আরও অনেকে।
