জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ জীবনদায়ী ঔষধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মন্তেশ্বর কলেজ মোড় থেকে কামারশাল মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে মন্তেশ্বর বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা করা হয়। এই সভা থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ ও ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিত পান জানান, জীবনদায়ী ঔষধের দাম কমানোর দাবি জানানোর তারা। এই মিছিল ও সভায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিত পান, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি, সহ সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল শাহ ও মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান রফিকুল ইসলাম সহ বিভিন্ন অঞ্চলের প্রধান, উপ প্রধান সহ সকল সদস্য ও সদস্যা সহ কয়েক হাজার তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী এই মিছিলে পা মেলান।
এই প্রতিবাদ সভায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন সহ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য তৃণমূল কংগ্রেসকে বিপুলভাবে জয়ী করার আহ্বান জানান তারা।
