Breaking News

কৃষিকাজে বিপ্লব আনছে মহিলা চাষীদের  দ্বারা ড্রোন ব্যবহারের মাধ্যমে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ এইচডিএফসি পরিবর্তনের উদ্যোগে ও গ্র্যান্ট থর্নটন ভারতের সহায়তায় স্ত্রী প্রকল্পের অধীনে বর্ধমান নিবাসী মহিলারা কৃষি কাজে আনচ্ছে বিপ্লব, সাহায্যে আছে কৃষি দপ্তর । আউশগ্রাম-১ ব্লকে স্ত্রী প্রকল্পের সদস্যা শ্রীমতী তানজিলা খাতুন এখন ড্রোনের দ্বারা কৃষিকাজ করছেন। তিনি এই ড্রোন চালাবার প্রশিক্ষণ পেয়েছেন নায়নি এরোস্পেস লিমিটেড নামক সরকারি সংস্থানের পক্ষ থেকে। প্রশিক্ষণ শেষ হবার পর তিনি এই ড্রোন সম্পূর্ণ বিনামূল্যে পেয়েছেন পারাদীপ ফসফেট নামক কোম্পানীর তরফ থেকে কেন্দ্রীয় সরকারের নমো ড্রোন দিদি প্রকল্পের অধীনে।
এই ব্যাপারে তানজিলা খাতুন বললেন, “আমি এর আগে কখনও দেখিনি ড্রোনের মাধ্যমে চাষাবাদ হয়। ধন্যবাদ জানাই এইচডিএফসি পরিবর্তন, গ্র্যান্ট থর্নটন ভারত ও কৃষি দপ্তরকে যে আমাকে এই সুযোগ করে দেবার জন্যে। আজ আমি শুধু আউশগ্রাম ব্লকে নয় বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে এই ড্রোনের মাধ্যমে সার ও কীটনাশক স্প্রে করে থাকি। এর দ্বারা চাষীদের সময় ও অর্থ দুই সাশ্রয় হয়। শুধু তাই নয় এক অঞ্চলের সবার একই কীটনাশক স্প্রে হবার দরুণ ফসলের ক্ষয় ক্ষতি কম হয় ও ফলন বৃদ্ধি পায়ে । আজ আমি একজন সফল ড্রোন পাইলট । আমি গর্বিত।” আউসগ্রাম চত্বরে বহু চাষী এগিয়ে আসছেন এখন এই ড্রোনের মাধ্যমে চাষাবাদ করার জন্যে।

About Prabir Mondal

Check Also

ফেসবুকে আলাপ, ১০ লাখের গয়না হাতাতেই খুন বান্ধবীকে!

টুডে নিউজ সার্ভিস, বিধাননগরঃ ফেসবুকেই আলাপ। আলাপ প্রেমে গড়াতে সময় নেয়নি। সোশ্যাল মিডিয়ার বান্ধবীর সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *