টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বালি বোঝাই চলন্ত ট্রাকে আগুন। মঙ্গলবার দুপুরে শক্তিগড়ে আমড়া এলাকায় ১৯নং জাতীয় সড়কে বালি বোঝাই ওই ট্রাকে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় শক্তিগড় থানার পুলিশ ও একটি দমকলের ইঞ্জিন।
গাড়ির চালকের থেকে জানা যায়, চুরুলিয়া থেকে কলকাতা অভিমুখি যাওয়ার পথেই চলন্ত অবস্থায় জাতীয় সড়কে শক্তিগড়ের আমড়া এলাকায় বালি বোঝাই ট্রাকটির আচমকাই পিছনের চাকা ফেটে আগুন লেগে যায়। ট্রাকের চালক ক্ষীপ্রতার সঙ্গে ট্রাকটিকে দাঁড় করিয়ে দেন। ছুটে আসেন আশপাশের মানুষজন। তাঁরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলেও। কিন্তু দমকলের ইঞ্জিন আসার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় কেউ আহত হননি। ট্রাকের চালক দ্রুত গাড়িটিকে দাঁড় না করালে এদিন বড়সড় বিপত্তি ঘটতে পারত জাতীয় সড়কে।
