বাড়িতে কেউ না থাকায় আগুন লেগে বসতবাড়ি ভষ্মিভূত

Burdwan Today News Service
2 Min Read

জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃ বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর ব্লকের মামুদপুর এক নম্বর অঞ্চলে রাইগ্রামের পশ্চিমপাড়া এলাকায়। এলাকাবাসীর সূত্রেজানাযায় রাইগ্রাম পশ্চিম পাড়ার অজয় হাজরা ফুচকা ব্যবসায়ী। প্রতিদিনের মতো গতকাল বুধবার বিকালে নিজের বাড়ি থেকে ফুচকা নিয়ে এসে রাইগ্রাম বাজারে ফুচকা বিক্রি করছিল। এবং বৃদ্ধ মা বাবা, অন্য গ্রামে আত্মীয়র বাড়িতে যায় । এবং অজয়ের স্ত্রী সন্ধ্যেবেলায় বাড়িতে সন্ধ্যা দেখিয়ে নিজের নাবালক দুই বাচ্চা নিয়ে পাড়ার দোকানে জিনিসপত্র কিনতে যায়।

সেই সময় বাড়িতে কেউ না থাকা অবস্থায় বাড়ির মালিক অজয়ের স্ত্রী পাড়ার লোকজনের চিৎকার চেঁচামেচিতে শুনতে পায় তাদের বসতবাড়িতে আগুন লেগেছে। ওই গৃহবধূ বাড়ি ফিরে এসে দেখে বসতবাড়ি দুই কামরা দোতলা ঘরের ছাউনি দাউ দাউ করে জ্বলছে। তৎক্ষণাৎ গৃহবধূ তার স্বামী অজয় হাজরাকে খবর দেয় । পাড়ার ও এলাকার লোকজনদের সহযোগিতায় মটর ও পাম্পের মাধ্যমে জল দিয়ে কয়েক ঘন্টার আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ।বাড়ির মালিক অজয় হাজরা ও তার স্ত্রী মল্লিকা হাজরা রা জানান কিভাবে আগুন লাগল বুঝতে না পারলেও তারা বলেন সেই সময় আমরা বাড়ির ঘরে থাকলে আমরা প্রাণঘাতী হতাম।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক অজয় ও মল্লিকা হাজরার দাবি ঘরের আসবার পত্র, বিছানাপত্র বাসন ,সোনা , নগদ কিছু টাকা সহ সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গিয়াছে। যার ক্ষতির আনুমানিক মূল্য ৪থেকে ৫ লক্ষ্য টাকার মূল্যে ক্ষতি হয়েছে।আজ আমরা সম্পূর্ণ নিঃস্ব বলে জানান তারা। তাদের দাবি এই সময় প্রশাসন তাদের সাহায্যের হাত বাড়িয় দেয় তাহলে তারা খেতে পাবে বলে জানান।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *