টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রামনবমী উপলক্ষে রবিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম এলাকায় ধর্মীয় শোভাযাত্রায় অংশ নিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল সিনহা বলেন, “প্রত্যেক নাগরিকেরই নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। আমরা সনাতনীরা ৬ এপ্রিল রামচন্দ্রের জন্মতিথি যথাযোগ্য মর্যাদায় পালন করেছি পূর্ব বর্ধমানের জৌগ্রামে। দেশের অন্যান্য অংশের মতো এখানেও ধর্মীয় উৎসব উদযাপন হয়েছে মহা ধুমধামে।”
তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ করে বলেন, “আমরা চাই সকলেই স্বাধীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করুন, কিন্তু পশ্চিমবঙ্গে তা সম্ভব হয় না। রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু চিৎকার করেন ‘দাঙ্গা, দাঙ্গা, দাঙ্গা’, কিন্তু বলেন না যে ‘দাঙ্গা হবে না, হতে দেব না।’ বরং তাঁর আচরণেই দাঙ্গাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রত্যেক ধর্মের মানুষের নিজস্ব ধর্ম পালন করার সাংবিধানিক অধিকার আছে, সেটাই আমরা চাই, সেটাই আমাদের দাবি।”