Breaking News

“বুক কাঁপলে আজ রাস্তায় বেরোবেন না, হার্ট অ্যাটাক হতে পারে”, মেদিনীপুরে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

টুডে নিউজ সার্ভিস, মেদিনীপুরঃ ‘রামনবমীতে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে মাড়িয়ে চলে যাবে’, ভেসে আসছিল এই সমস্ত হুঁশিয়ারি। রবিবার রামনবমীর দিনে দিলীপ ঘোষের ভূমিকা ঠিক কী হবে? সেই দিকে নজর ছিল রাজনৈতিক মহলের একাংশের। ২০২৩ সালে তিনি হাতে গদা নিয়ে মিছিল করেছিলেন খড়্গপুরে। ২০২৪-এর রামনবমী কেটেছিল লোকসভা ভোটের আবহে।
বিধানসভা ভোটের এক বছর আগে ‘ঘরের মাঠ’ মেদিনীপুরে রামনবমীর দিন সকালে বাইক হাঁকিয়ে মিছিল করলেন দিলীপ ঘোষ। মাথায় গেরুয়া পাগড়ি, চোখে কালো সানগ্লাস, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির এই রূপ রাজনীতিতে তাঁর ঝাঁঝালো ‘কামব্যাক’-এর ইঙ্গিত? প্রশ্ন দলের ভিতরে-বাইরে। রবিবার সকালে গোপনন্দিনী মন্দিরে রামনবমীর পুজোতে যোগ দিয়ে বুলেট হাঁকিয়ে মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়া বাজারে পৌঁছে যান দিলীপ। তবে তার আগে মর্নিং ওয়াকের সময়েই তিনি হুঙ্কার দিয়েছিলেন, ‘জয় শ্রীরাম বললে যাঁদের বুক দুড়দুড় করে, তাঁরা আজ রাস্তায় বার হবেন না। হার্ট অ্যাটাক করতে পারে। কারণ সারা সমাজ আজ জয় শ্রীরাম বলছে। আর তা প্রতি বছর বাড়ছে। সবটাই রামের ইচ্ছেতেই হচ্ছে, হবেও।’

About Prabir Mondal

Check Also

ওয়াকফ অশান্তির জেরে কালীগঞ্জের উপনির্বাচন পিছানোর আর্জি বিজেপির

টুডে নিউজ সার্ভিসঃ এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। তবুও মুর্শিদাবাদ লাগোয়া কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন পিছিয়ে দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *