টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আড়াই বছরের শিশু কন্যার হাতের শিরা কেটে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের। ঘটনাটি ঘটেছে বর্ধমানের ৫ নম্বর ইছলাবাদের ওলায়চন্ডী তলা এলাকায়। মৃত শিশু কন্যার নাম বড়শোনা হাজরা। পরিবার সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার শ্রাবন্তী হাজরা তাঁর শিশু কন্যার হাতের শিরা কেটে ফেলে এবং মাথায়ও গুরুতর আঘাত করে পাশাপাশি নিজের হাতের বিভিন্ন অংশ কাটে। পরে পাশের বাড়ির ঘরে থাকা তার স্বামী বিধান হাজরাকে ডেকে বলে আমি নিজের হাতে কেটেছি ও আমার মেয়েরও হাত কেটেছি। রক্তাক্ত অবস্থায় শিশু কন্যাকে পড়ে থাকতে দেখে তার বাবা বর্ধমান থানায় খবর দেয় পুলিশ এসে ওই শিশু কন্যা ও গৃহবধূকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। ওই গৃহবধূ চিকিৎসাধীন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
পরিবারের লোকজন জানিয়েছে, মেয়ে লেখাপড়া ও নানান প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে এই নিয়ে ওই গৃহবধূ বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। কাজের সূত্রে শহর বর্ধমানের ৫ নম্বর ইছলাবাদের ওলায়চন্ডী তলায় এক ভাড়া বাড়িতে তারা থাকতো তাদের নিজেদের বাড়ি ইন্দাস থানার মামুদপুরে। পেশাই স্বামী ও স্ত্রী দুজনই কর্মরত ছিল শহর বর্ধমানে। শুক্রবার বর্ধমান থানার পুলিশ শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিক্যাল কলেজ মর্গে।

Social