টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রথম দিনেই বিপুল সাড়া। বছরের প্রথম ‘দুয়ারে সরকার’ শিবিরে অংশ নিলেন পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের বৈকন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রায় ৬৫০ উপভোক্তা। রাজ্যজুড়ে নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবির শুরু হলো শুক্রবার থেকে। আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শিবির। এই শিবির থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী প্রভৃতি। বিধবাভাতা, বয়স্কভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষান ক্রেডিট কার্ড সহ মোট ৩৭ টি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে উপভোক্তারা। এদিন বর্ধমান দু’নম্বর ব্লকের বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের জোতরাম বিদ্যাপীঠে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার শিবির। এই শিবিরে উপভোক্তাদের ভিড় ছিল চোখে পড়ার মতন এবং আবেদনকারীর ফর্ম পূরণ করতে দেখা যায় কন্যাশ্রীর মেয়েদের এছাড়াও পঞ্চায়েত প্রধান রাখি সাঁতরা নিজে উপস্থিত থেকে বহু উপভোক্তার ফর্মও পূরণ করে দিলেন। এদিনের শিবিরে উৎকর্ষ বাংলা, লক্ষ্মীর ভান্ডার ও সামাজিক সুরক্ষা যোজনার কাউন্টারে উপভোক্তাদের লম্বা লাইন চোখে পড়ে। পাশাপাশি এদিনের শিবিরে চোখের আলো প্রকল্পে চোখ পরীক্ষা করান অনেকে।
এই শিবির পরিদর্শনে আসেন বর্ধমান-২ সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যজ্যোতি দাস, তথ্য আধিকারিক রাম শঙ্কর মণ্ডল, সহকারি সমষ্টি উন্নয়ন আধিকারিক শিল্পা ভগৎ, তথ্য ও সংস্কৃতি অধিকার রাম শঙ্কর মণ্ডল, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবদ্বীপ রায়, জন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার সহ আরও অনেকে। এছাড়াও সকালে থেকে নজরদারি করেন বৈকুন্ঠপু্র-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, পঞ্চায়েত সঞ্চালক সেখ আজাদ রহমান সহ পঞ্চায়েতের অন্যান্য আধিকারিকরা।
Social