টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ক্যানিং পুর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেছেন পুলিশ না থাকলে দিলীপ ঘোষ বাইরে বের হতে পারবে না। আর শুক্রবার সন্ধ্যায় তার জবাবে দিলীপ ঘোষ বললেন, ও বের হতে পারবে? তার লোকেরাই বোম দিয়ে মেরে দেবে ওকে। জীবনতলায় ফুটানি মারছো কেনো, রাস্তায় বের হও না। আপনা ঘর মে কুত্তা ভি শের হোতা হে। দিলীপ ঘোষ সব জায়গায় শের। সারা পশ্চিমবঙ্গ ঘুরে বের হচ্ছে। বের হ একবার। শুক্রবার সন্ধ্যায় বর্ধমানের গাংপুর স্বস্তিপল্লীতে বাসন্তী পুজোয় আসেন দিলীপ ঘোষ। এদিন তিনি নিজে সন্ধ্যারতিও দেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, নিয়োগ বাতিলের ঘটনায় ২০২৬ সালের নির্বাচনে প্রভাব অবশ্যই পড়বে। প্রভাব সবকিছুরই পড়বে। মানুষ সব লিখে রেখেছে। আরজি করের প্রভাব পড়বে আর এই ২৬ হাজার মানুষকে রাস্তায় বসিয়ে দিয়েছেন তার প্রভাব পড়বে। বঞ্চিত এবং যোগ্যদের পাশে থাকবেন বলেছেন ব্রাত্য বসু। পাল্টা দিলীপবাবু বলেন, এতদিন কোথায় ছিলেন? কেন সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। কেন যোগ্য অযোগ্যদের ফারাক করে দেননি। কেন যারা টাকা দিয়ে চাকরি কিনেছে এবং যোগ্যদের আলাদা করে দেননি।প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলছেন ওনাকে সুযোগ দিলে উনিই করে দিতেন। কেন ঘেঁটে দেওয়া হচ্ছে। আরজি করের মামলাকে যেমন ঘেঁটে দেওয়া হয়েছে তেমনি এখানে ঘেঁটে দেওয়া হয়েছে। কারণ তৃণমূল কংগ্রেসের অর্ধেক নেতা এবং শিক্ষা দপ্তরের অর্ধেক অফিসার জেলে চলে যাবেন সবটা সামনে এলে। আর একদিন না একদিন সবটা সামনে আসবে। পাপ বাপকেও ছাড়ে না।
পর্ষদের চেয়ারম্যান নতুন নিয়োগ নিয়ে সময় চাওয়ায় দিলীপবাবু এদিন বলেন, উনি এখানে কেন বলছেন। ওনার মত অযোগ্য ব্যক্তি আদালতে গিয়ে বলুন একটু সময় দেওয়া হোক। সময় তো কয়েক বছর হয়ে গেলো উনি কী করেছেন? হাইকোর্ট বলার পরে উনি কী করেছেন? সুপ্রিম কোর্টে গেছেন বাঁচার জন্য। আটকে রাখতে চাইছেন। আমরা বলছি যারা যোগ্য ব্যক্তি তাঁদের চাকরিটা তো বাঁচাও আগে। অযোগ্যদের আইন সাজা দেবে। আর এই ঘটনা ঘটিয়েছে যারা তাঁদের প্রত্যককে চিহ্নিত করতে হবে। যত বড়ই মন্ত্রী নেতা হোক তাঁদের আইনের সামনে আনতে হবে। মাথা কে সবাই জেনে গেছে। তাই মাথা চিৎকার করছে। চোরের মায়ের বড় গলা। এত বড় একটা অন্যায় করার পর বড় বড় কথা বলছেন। পুরো শিক্ষা বিভাগটাকে খেয়ে ফেলেছেন। তারই বড় কথা শুনতে হচ্ছে। মানুষ কিন্তু বোকা নয়, জবাব দেবেন। দিলীপবাবু বলেন, আদালত সাজা দিয়েছে। বিজেপি সিপিএম কী করল। আরজি করটাকে যা হোক করে চাপা দিয়েছে। তার আগুন আবার বেরিয়ে গেছে। যারা আন্দোলন করছেন তাঁদের বদলি করা হচ্ছে। কত পাপ করবেন?