Breaking News

নয়াদিল্লি স্টেশনে কুম্ভগামী পুণ্যার্থীদের ভিড়ে পদপিষ্ট, মৃত বেড়ে ১৮

টুডে নিউজ সার্ভিসঃ মহাকুম্ভ মেলাপ্রাঙ্গনে পদপিষ্ট হয়ে ৩৩ জনের মৃত্যুর পর একমাসও কাটেনি। ফের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল শনিবার রাতে। নয়াদিল্লি রেল স্টেশনে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ১৮ জনের। মৃতদের মধ্যে ১১ জন মহিলা, ৪ শিশু। মহাকুম্ভে যাওয়ার হিড়িকে হুড়োহুড়ি পড়ে যায় স্টেশনে, আর তার জেরেই এতজনের প্রাণ যায় বলে জানা গিয়েছে। নয়াদিল্লি স্টেশনেই মৃত্যু হয় ১০ মহিলা, ২ পুরুষ এবং ৩ শিশুর। বাকি ৩ জনের মৃত্যু হয় লেডি হার্ডিং হাসপাতালে। প্রথমে পদপিষ্ট হওয়ার ঘটনাই অস্বীকার করে রেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কিন্তু ঘটনাস্থল থেকে যে দৃশ্য সামনে আসে, যে বর্ণনা দিতে শুরু করেন পুণ্যার্থীরা, তাতে শেষ পর্যন্ত ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়।
গত ২৯ জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলা প্রাঙ্গনে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয়। সরকারি ভাবে হতাহতের সংখ্যা ৩৩ বলে জানানো হলেও, সংখ্যাটা আরও বেশি বলে দাবি সামনে এসেছে। কিন্তু তার পরও কুম্ভমেলাকে ঘিরে হুড়োহুড়ি থামেনি। গত কয়েক দিনে উত্তরপ্রদেশ, বিহার থেকে এমন একাধিক ঘটনা সামনে এসেছে, যেখানে প্রয়াগরাজগামী ট্রেনে ওঠা নিয়ে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি দেখা গিয়েছে। এমনকি ট্রেনের জানলা ভেঙেও ভিতরে ঢোকার চেষ্টা করেন কেউ কেউ।

এদিকে দুর্ঘটনার জন্য যাত্রীদের ঘাড়ে দায় ঠেলছে রেল। স্টেশনে ব্যাপক ভিড় দেখলেও কেন ব্যবস্থা নেয়নি রেল? রাতেই নামানো হয় ব়্যাফ।

About Prabir Mondal

Check Also

ওয়াকফ অশান্তির জেরে কালীগঞ্জের উপনির্বাচন পিছানোর আর্জি বিজেপির

টুডে নিউজ সার্ভিসঃ এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। তবুও মুর্শিদাবাদ লাগোয়া কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন পিছিয়ে দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *