অন্ধ্রে বাড়ছে বার্ড ফ্লু, ডিম-মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা বাংলায়

Prabir Mondal
1 Min Read

টুডে নিউজ সার্ভিসঃ অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার দরুন সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সরকার আগামী তিন মাসের জন্য ওই রাজ্যের তিনটি জেলা থেকে ডিম এবং মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া রাজ্য সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর থেকে সমস্ত পোলট্রি ফার্মকে সতর্ক করা হয়েছে। যদি কোন পোলট্রিতে হাঁস বা মুরগির মধ্যে ঝিমুনি, খিদে না পাওয়া বা বার্ড ফ্লুর অন্য কোনও উপসর্গ দেখা যায়, তবে সেটিকে আলাদা করে রাখতে হবে এবং তার ৩ কিলোমিটারের মধ্যে বিশেষ নজরদারি চালাতে হবে। এই ধরনের সতর্কতা মূলত বার্ড ফ্লু প্রতিরোধে জরুরি পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয়েছে।

এদিকে রাজ্যের পোল্ট্রি মালিক সংগঠনের তরফে জানানো হয়েছে, তারা সবরকম সতর্কতা অবলম্বন করছেন। ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক মদনমোহন মাইতি বলেন, মুরগির মাংসের জন্য রাজ্য স্বনির্ভর ফলে আতঙ্কের কারণ নেই।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *