টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পুলিশের সঙ্গে বচসা-ধস্তাধস্তি, জ্বলল আগুন, বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার বর্ধমান। বৃহস্পতিবার ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি তুলে বিক্ষোভ দেখালো বিজেপি। এদিন বিজেপির পক্ষ থেকে বীরহাটা ঘড়িমোড় থেকে মিছিল করে কার্জন গেটের দিকে মিছিল আসতে গেলে টাউন হলের সামনে পুলিশ মিছিল আটকে দেওয়ায় শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। বিজেপি কর্মীরা বাস সহ যানবাহন আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। জিটিরোডেই বসে পড়েন বিজেপি কর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন জেলা সভাপতি অভিজিৎ তা। এরই মাঝে আচমকাই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ কার্যত ঝাঁপিয়ে পড়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে টায়ার জ্বালানো নিয়ে ব্যাপক টানা হেঁচড়া শুরু হয়। এই সময় এক বিজেপি কর্মীর পায়ে আগুন লেগে যায়। পুলিশের বাধায় এরপর বিজেপি কর্মীরা ফিরে যান। অপরদিকে, এদিন কার্জন গেটের সামনে এবিটিএ-র পক্ষ থেকে পথসভা করা হয়। পরে কার্জন গেট থেকে পার্কাস রোড পর্যন্ত মিছিল করা হয়।
বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা বলেন, “সুপ্রিম কোর্টের রায়ের ফলে ২০১৬ সালের এসএসসি প্যানেলে নিযুক্ত প্রায় ২৬,০০০ শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এই দুর্নীতির পিছনে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদত রয়েছে। মুখ্যমন্ত্রীর জ্ঞাতসারে তৎকালীন শিক্ষামন্ত্রী ও নেতারা ঘুষের বিনিময়ে চাকরি দিয়েছেন, যার ফলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন।”