আত্মা প্রকল্পের মাধ্যমে স্বনির্ভরতার পথে মহিলারা- বেরুগ্রাম অঞ্চলে হাতে-কলমে প্রশিক্ষণ শিবির

Burdwan Today News Service
2 Min Read

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আত্মনির্ভর বাংলার লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েত। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে মঙ্গলবার ও বুধবার বেরুগ্রাম পঞ্চায়েতে আত্মা (ATMA) প্রকল্পের উদ্যোগে এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে অংশগ্রহণ করেন পঞ্চাশ জন মহিলা। স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়।

প্রশিক্ষণ শিবিরে মহিলাদের হাতে-কলমে শেখানো হয় জ্যাম, আচার, জেলির মতো বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির পদ্ধতি। শুধু তৈরির প্রক্রিয়া নয়, সেইসঙ্গে কীভাবে এইসব পণ্য বাজারজাত করে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করা যায়, সেই সংক্রান্ত টিপস ও কৌশলও তুলে ধরেন প্রশিক্ষকরা।

এই প্রশিক্ষণের মাধ্যমে মহিলারা আত্মনির্ভর হওয়ার পথকে আরও সুদৃঢ় করতে পারবেন বলে আশাবাদী আয়োজকরা। প্রশিক্ষণ শিবিরে দ্বিতীয় দিনে হাজির ছিলেন, পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, খণ্ডঘোষ ব্লকের কৃষি অধিকর্তা ডঃ অসীম কুমার ঘোষ, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির স্থায়ী কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ বিদ্যুৎকান্তি মল্লিক, সহকারী প্রযুক্তি পরিচালক মৃগাঙ্ক মৌলি আচার্য, বেরুগ্রাম অঞ্চল প্রধান পীযূষ সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

সমগ্র অনুষ্ঠানটির সফল সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবী শেখ লকাই।সরকারের স্বনির্ভর সহায়ক প্রকল্প ও আত্মা প্রকল্পের মতো উদ্যোগগুলি, বিশেষত মহিলাদের স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে, উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। বহু মহিলার জীবন এই প্রশিক্ষণের মাধ্যমে বদলে যেতে পারে, আর সেই পথেই একটি দৃঢ় পদক্ষেপ ছিল এই দিনের অনুষ্ঠান।





Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *