Breaking News

জেলায় জেলায় ধুন্ধুমার, বর্ধমানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চাকরিহারাদের

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার সকাল থেকেই জেলায় জেলায় ডিআই অফিস ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখায় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা। বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বর্ধমান। পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ বিক্ষোভকারীদের। বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। সময় যত গড়ায় ততই যেন আন্দোলনের ধাঁচ আরও বৃদ্ধি পায় পরবর্তীতে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা বর্ধমান শহরের  প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে, এর জেরে যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়। যদিও জরুরি পরিষেবা বিশেষ করে অ্যাম্বুলেন্স গুলোকে ছেড়ে দেয়া হলেও অভিযোগ অ্যাম্বুলেন্সকেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়।


বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা জানান, মেধার ভিত্তিতে তারা চাকরি পেয়েছিলেন, তাই তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। তাছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদের ভলেন্টিয়ার টিচার হিসেবে স্কুলে যুক্ত হতে বলছেন, সেটি কিছুতেই মানতে রাজি নন তারা। অবিলম্বে সসম্মানে তাদের চাকরি ফিরিয়ে দেয়া হোক দাবি চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের।

About Prabir Mondal

Check Also

মাঠের ধান মাঠেই নষ্ট হচ্ছে, বৃষ্টিতে জলে ডোবা বোরো ধানের জমি

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ গত দুই তিনদিন ধরে অসময়ে প্রবল বৃষ্টিপাতের ফলে মন্তেশ্বরের বিভিন্ন এলাকার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *