টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ আবারও কোকওভেন থানার বড়সড় সাফল্য। দুর্গাপুরের বিভিন্ন এলাকায় মহিলাদের গলা ও কান থেকে সোনার হার, দুল ইত্যাদি ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকা দলের একজনকে গ্রেফতার করলো কোকওভেন থানার পুলিশ। জানা যায়, এরা বাইক করে বিভিন্ন এলাকায় রাস্তায় মহিলাদের টার্গেট করত। বুধবার বিকালে ডিপিএল কলোনি এলাকায় নাম্বার প্লেট বিহীন গাড়িতে ২ জন সন্দেহজনক ব্যক্তিকে দেখে পুলিশের সন্দেহ হয় পুলিশ তাদেরকে জেরা করতেই তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে। পুলিশ তাদের পিছু ধাওয়া করে এবং পুলিশ একজনকে ধরতে সক্ষম হলেও অপর ব্যক্তি পালিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করে ওই এলাকায় রাস্তায় মহিলাদের সোনার হার ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা ঘুরছিল। এরপর তাকে জেরা করেই পুলিশ বোলপুর থেকে এই চক্রের আর একজনকে গ্রেফতার করে। ধৃত লক্ষ্মী সাহানি (৫০) বোলপুরের বাসিন্দা, অপরজন মনিরুল মিদ্দা (৪০) বড়জোড়ার বাসিন্দা। পুলিশ এদের ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।
