টুডে নিউস সার্ভিসঃ হিলি ভারত-বাংলাদেশ সীমান্তে ৭ দিনের মধ্যে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিয়ে ফের সাফল্য পেল বিএসএফ। সোমবার বিকেলে হিলি সীমান্ত দিয়ে ভারতে ঢোকার সময় হাঁড়িপুকুর ফটকে এক সন্দেহভাজন মহিলাকে আটক করে ডিউটিরত সীমান্ত রক্ষী বাহিনীর ৬১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃত মহিলার নাম খতেজা খাতুন। এদিন মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির সময় ধরা পড়ে ওই মহিলার দেহের কোথাও ধাতব কিছু লুকোনো আছে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নিতেই মহিলা নিজের স্বীকার করে নেন যৌনাঙ্গে সোনা লুকিয়ে রাখার কথা। তারপর একে একে তিনি নিজেই লুকোনো সোনা বের করে দেন। মহিলার দেহে তল্লাশি চালিয়ে যৌনাঙ্গ থেকে মোট ৬টি সোনার বাট উদ্ধার হয় বলে জানা গেছে। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ৫১ লক্ষ ২১ হাজার ৮২৮ টাকা। সোমবার সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষ করে মহিলাকে হিলি শুল্কদপ্তরের অপরাধ দমন শাখার হাতে তুলে দিয়েছে বিএসএফ।
গত বুধবার গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে হাঁড়িপুকুর সীমান্ত ফটক থেকে জিন্নাত আলী মণ্ডল নামে এক যুবকের কাছ থেকে ১ কেজি ৩৯ গ্রাম ৪৪০ মিলিগ্রাম ২৪ ক্যারেট সোনা বাজেয়াপ্ত করে বিএসএফ। যার বাজার মূল্য ছিল ৭৫ লাখ টাকা।