টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান দু’নম্বর ব্লকের আমীরপুরে প্রায় ৩০০ বছরের ওলাইচন্ডী মায়ের পুজোয় মাতলেন এলাকাবাসী। এই পুজো ঘিরে আশপাশের বিভিন্ন এলাকার বহু মানুষজন পুজো দিতে এবং পুজো দেখতে উপস্থিত হন। পুজোকে কেন্দ্র করে চারদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এমনকি গ্রামবাংলায় হারিয়ে যাওয়া বাউল, যাত্রাপালারও আয়োজন করা হয়। পাশাপাশি এই পুজোকে কেন্দ্র করে বসেছে মেলাও।
পুজো উদ্যোক্তারা জানান, এই এলাকায় এটা একটি ঐতিহ্যবাহী পুজো যে পুজোর জন্য এলাকার মানুষজন সারাবছর অপেক্ষায় থাকে। এই পুজো প্রতি বছর অনুষ্ঠিত হয় জৈষ্ঠ্য মাসের প্রথম মঙ্গলবার। পুজো হয় একদিনই, কিন্তু মেলা চলে চার দিন ধরে। এই পুজো সকালে পুরানো আমীরপুরের হাটশিমুলে বাঁধের মায়ের পুজো হয় তারপর ধর্মরাজের পুজো ও মনসা পূজার পরে এই নতুন আমীরপুরে মন্দিরে ওলাইচন্ডী মায়ের পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোকে ঘিরে এলাকায় একপ্রকার উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Social