টুডে নিউজ সার্ভিসঃ ভারতের মৌসম ভবন জানিয়ে দিল বাংলাদেশের মোংলা বন্দরের কাছাকাছি রবিবার মাঝরাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। সেই সময় তার গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় ১১০ থেকে ১২০ সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার। সাগর দ্বীপ থেকে ২১০ কিমি দূরে রেমাল। ক্যানিং থেকে ২৩০ কিমি দূরে রেমাল। রবিবার ভোর থেকেই শুরু বৃষ্টি,বেলা বাড়তেই ভয়ঙ্কর দুর্যোগের আভাস।
রেমালের প্রভাবে পাহাড়ি নদীতে হড়পা বানের আশঙ্কা, গোটা দেশ জুড়েই বাতিল বহু বিমান চলাচল।বাগডোগরা থেকে কলকাতাগামী সমস্ত বিমান চলাচল স্থগিত। একদিন আগেই রাজ্য পরিবহণ দফতরের নির্দেশ দিয়েছে। হাওড়া কলকাতার মধ্যে ফেরি সার্ভিস বন্ধ রাখা হচ্ছে।
আগেভাগে সতর্ক রেল দপ্তর, শালিমার রেল ইয়ার্ডে ট্রেনের চাকায় বাঁধা হল চেন-তালা। রেলের ট্র্যাকে দেওয়া হল স্টপার। এদিকে রেমালের প্রভাবে উত্তরেও বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্বাবনা আছে।পাহাড়ের নদীগুলি ফুঁসে উঠতে পারে। হড়পা বান আসতে পারে এই আশংকায় আবহাওয়া দপ্তর থেকে দার্জিলিং এবং কালিম্পং ছাড়াও উত্তরের বিভিন্ন জেলাগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে।
Social