টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ গত বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর রবিবার বর্ধমানের পাসিখানা বাঁকা নদী থেকে উদ্ধার হল এক কিশোরের মৃতদেহ। এদিন মৃতদেহের ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত কিশোরের নাম রোহিত দাস (১২), মৃত কিশোর রথতলা হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
পরিবারের সদস্যদের দাবি ঘুড়ির নেশা ছিল তাঁর। আর ঘুড়ি ধরতে গিয়েই হয়তো বাঁকা নদীতে পড়ে জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল বর্ধমান থানায় নিখোঁজ ডাইরিও করা হয়েছিল। রবিবার সকাল সাতটা নাগাদ পাসিখানা বাকা নদীতে তার মৃতদেহ ভাসতে দেখে এলাকার মানুষজন। বর্ধমান থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ও ময়নাতন্ত্রের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়।