টুডে নিউজ সার্ভিস, হুগলিঃ তারকেশ্বর তেঘরী গ্রামের প্রায় ২০০ বছরের পুরনো কালী মন্দিরের দখল ঘিরে গন্ডগোলের বিষয়ে সাময়িক নির্দেশিকা জারি করলো আদালত। চন্দননগর মহকুমা আদালতের নির্দেশে চলতি মাসের ২১ ও ২৪ তারিখ দুটি নির্দেশিকা জারি হয়। নির্দেশিকায় ১৯ জুন ২০২৪ পর্যন্ত হালদার পরিবার নিত্য পুজো ও বাৎসরিক পুজোর দায়িত্ব পালনের অধিকার পেল। আদালতের নির্দেশে এর সাথে আরও জানানো হয়েছে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট থানা নজর রাখবে। এই বিষয়ে তারকেশ্বর থানা কেউ নির্দেশ পাঠিয়েছে আদালত।
এই বিষয়ে হালদার পরিবার সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানিয়ে দেন। তাঁরা জানান, বর্ধমানের রাজার কাছ থেকে সেবায়েত-এর দায়িত্ব পাওয়ার সমস্ত নথি আদালতে জমা দেওয়ার পর আদালত এই নির্দেশিকা জারি করেছেন। সত্যের জয় একদিন হবে এই আশা আমাদের ছিল। আশা করি দ্রুত স্থায়ী ভাবে এই নির্দেশিকা জারি হবে। যদিও হালদার পরিবারের বিরোধীদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Tags district Politics west bengal
Check Also
মন্তেশ্বরে কবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আকবরনগর তরুণ সংঘ
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ জেলা ও জেলার বাইরের আটটি দল নিয়ে একদিনের কবাডি প্রতিযোগিতা আয়োজিত হল …
Social