টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ দুর্গাপুরের প্রান্তিকায় পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। দুর্গাপুরের বেনাচিতি বাজারের প্রান্তিকায় একটি হাইড্রা গাড়ি চাপা দেয় পথ চলতি এক যুবককে। মৃতের নাম কুন্দন নুনিয়া (৩২), দুর্গাপুরের বিজরার নবীনপল্লীর বাসিন্দা। জানা যায়, মঙ্গলবার দুপুরে প্রান্তিকায় তিন বন্ধু মিলে একটি হোটেলে খাবার খেতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি হাইড্রা গাড়ি কুন্দন নুনিয়া-কে ধাক্কা মারে। আহত অবস্থায় কুন্দনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানা পুলিশ গাড়িটিকে আটক করে নিয়ে যায়। চালক পলাতক, এই দুর্ঘটনার জন্য বেনাচিতি বাজারের প্রান্তিকাতে যানজটের সৃষ্টি হয়, পুলিশ এসে যানজট সরিয়ে দেয়।
Tags district west bengal
Check Also
মর্মান্তিক ঘটনা! খাদানের জলে পড়ে সব শেষ
দেবনাথ মোদক, বাঁকুড়াঃ গভীর মোরাম খাদানের জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া …
Social