টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বাঁধে ফাটল ডুবতে বসেছে জামালপুরের আঝাপুর। জেলায় জেলায় বৃষ্টির অভাবে কৃষিকার্য বন্ধ হয়ে গেছিল মাঠঘাট শুকিয়ে যাচ্ছিল। পুকুরে জল কমে আসছিল মনে হচ্ছিল না এটা বর্ষাকাল। বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব বর্ধমানে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে সেই সঙ্গে ডিভিসিও খালে জলও ছেড়েছে আর তাতেই বিপত্তি।
পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর গ্রামের ভীমের পুল সংলগ্ন দাস পাড়া এলাকায় খালের মাঝে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে গ্রামে হু হু করে ঢুকতে শুরু করেছে জল। ইতিমধ্যেই বাঁধ মেরামতির কাজ শুরু না হলে রাতের মধ্যেই ভেসে যাবে গ্রাম, আতঙ্কে এলাকাবাসী।
স্থানীয় ক্যানেলের গেটম্যানকে বিষয়টি জানালে তিনি জানিয়েছেন, শুক্রবারের আগে বাঁধ মেরামত করা সম্ভব নয়। তাই চিন্তার ভাঁজ পড়েছে গ্রামের বাসিন্দাদের মধ্যে। গ্রামে বেশ কিছু মাটির বাড়ি রয়েছে সেগুলি জল ঢুকলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এলাকার মানুষের দাবি অবিলম্বে বাঁধ মেরামত করা হোক।
Social