জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর গ্রামের জামনা এলাকায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান নেমে চোলাই মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। শনিবার ভোরে জামনা পঞ্চায়েতের দেওয়ানিয়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে লালন ধীবর নামে ঐ মদ ব্যবসায়ীকে চোলাই মদ বিক্রি করা অবস্থায় মদ সহ তার বাড়ি থেকে গ্রেফতার করে। ধৃত লালন ধীবর দেওয়ানিয়া গ্রামের বাসিন্দা। উদ্ধার হয়েছে ৪০লিটার চোলাই মদ। ধৃতকে কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ।
