Breaking News

গরমের বিদাই, সময়ের ২ দিন আগে বর্ষার প্রবেশ

টুডে নিউজ সার্ভিসঃ পূর্বাভাস পূর্বেই ছিল আর সেই কথা অনুযায়ী নির্ধারিত সময়ের ২ দিন আগে বৃহস্পতিবার সকাল ১১ টায় মৌসুমী বায়ু ভারতের মূল ভূখণ্ডে, কেরলে প্রবেশ করেছে। কেরলের পাশাপাশি মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মেঘালয় ও আসামের কিছু অংশেও আজ বর্ষা প্রবেশ করেছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টা উত্তরে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। জারি করা হয়েছে কমলা সতর্কতা। ১,২ ও ৩ তারিখ ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে।

জুনের শুরুতে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। জেলায় জেলায় ১ থেকে ৩ জুন দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

About News Desk

Check Also

কাটোয়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় সাড়ে চার বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *