টুডে নিউজ সার্ভিসঃ অবশেষে গ্রেফতার সন্দেশখালির শিবু হাজরা। সন্দেশখালি মামলায় ধর্ষনের ধারা যুক্ত হওয়ার পরেই বসিরহাটের ন্যাজাট এলাকা থেকে তৃণমূল নেতা শিবু হাজরাকে গ্রেফতার করা হয়। তিনি সন্দেশখালি দু’নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতির পাশাপাশি উত্তর ২৪ পরগণার জেলা পরিষদের সদস্যও ছিলেন। তবে সন্দেশখালির ঘটনায় এখনও অধরা শাহজাহান।
Tags district Politics west bengal
Check Also
ডব্লিউবিটিসি বাসের জন্য যাত্রী সাথী অ্যাপের ডিজিটাল টিকিট বুকিং সুবিধার সূচনা
টুডে নিউজ সার্ভিস,কলকাতাঃ কলকাতার পারনিক ট্রান্সপোর্টট ব্যবস্থায় আধুনিকীকরণের লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের “যাত্রী সাথী” অ্যাপ, …
Social