ইন্দ্রজিৎ আইচঃ গোবরডাঙা নাবিক নাট্যম-এর আয়োজনে গোবরডাঙা ভট্টাচার্য পাড়ার অন্যপূর্ণা প্যালেসে সম্প্রতি পালিত হল রবীন্দ্র-নজরুল সন্ধ্যা। সংস্থার কর্ণধার শ্রাবণী সাহার অনুষ্ঠান সূচনার পর শিল্পীরা সঙ্গীত, কবিতা, আবৃত্তি পরিবেশন করেন। উপস্থিত ছিলেন প্রদীপকুমার সাহা, সোমনাথ রাহা, সৌরজ্যোতি অধিকারী, রাখি বিশ্বাস, অনিলকুমার মুখার্জি প্রমুখ।
Tags district west bengal
Check Also
বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দশমীর রাতে মোটর বাইকে ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে বর্ধমানের পালসিট …
Social