Breaking News

পুলিশ কর্তার গল্পে ‘মৃগয়া’ ছবির মহরৎ হলো রবিবার

পারিজাত মোল্লাঃ রবিবার কলকাতার উল্টোডাঙ্গা সংলগ্ন এক অনুষ্ঠান মঞ্চে এক বাংলা ছবির মহরৎ হলো। অভিরুপ ঘোষ পরিচালিত ‘মৃগয়া’ দি হান্ট ছবির মহরতে উপস্থিত ছিলেন এই ছবির সাথে যুক্ত সিংহভাগ কলাকুশলীরা। দেবাশীষ দত্তের গল্পের উপর ভিক্তিতে এই ছবি তৈরি হচ্ছে। গান গেয়েছেন রুপম ইসলামের মত গায়কেরা।

গান লিখেছেন দেবাশীষ দত্ত এবং মুরলীধর শর্মা। এই ছবির গল্পকার দেবাশীষ দত্ত কলকাতা পুলিশের একজন পুলিশ অফিসার। বর্তমানে তিনি মানিকতলা থানার ওসি পদে রয়েছেন। এছাড়া এই সিনেমার আরেক গীতিকার মুরলীধর শর্মা বর্তমানে আইজিপি (ট্রেনিং) হিসাবে রয়েছেন রাজ্য পুলিশে। টান টান উত্তেজনায় রয়েছে ক্রাইম থ্রিলার এই ছবি। এই ছবিতে অভিনয় করছেন বিক্রম চ্যাটার্জি, ঋত্তিক চক্রবর্তী, সৌরভ দাস,প্রিয়াংকা সরকার, সুস্মিতা চ্যাটার্জি প্রমুখ।

About Prabir Mondal

Check Also

আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন বর্ধমানের শিল্পীরা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আরজি করের ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *