টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান শহরের বাদশাহী রোড এলাকার পরিত্যক্ত জঙ্গল থেকে সোমবার সকালে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। মৃত মহিলার নাম সোনিয়া দাসী (২২)। বাড়ি বর্ধমান শহরের ঘুমটি ফটক এলাকায়। প্রতিবেশী এবং এলাকা সূত্রে জানা গেছে, গত প্রায় ৬ মাস তার সঙ্গে স্বামীর সম্পর্ক ছিল না। তার জেরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।
এদিন সকালে এলাকার মানুষজন গলায় ফাঁস লাগানো অবস্থায় জঙ্গলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বর্ধমান সদর থানায় খবর দেন। বর্ধমান থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। আত্মহত্যা না খুন খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Social