Breaking News

বছর শেষে সন্দেশখালি সফরে মুখ্যমন্ত্রী


টুডে নিউজ সার্ভিসঃ বছর শেষে সন্দেশখালি সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ শিরোনামে থাকা বসিরহাটের সন্দেশখালিতে সরকারি কর্মসূচীতে যোগ দিতে ৩০ ডিসেম্বর অর্থাৎ সোমবার যাবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখান থেকে তিনি ২০ হাজার মানুষদের হাতে তুলে দেবেন সরকারি পরিষেবা। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “অনেকেই আমাকে বলছিলেন, দিদি আপনি সন্দেশখালি গেলেন না? আমি তখনই বলেছিলাম, সময় হলে জানাব। ৩০ ডিসেম্বর যাচ্ছি।”
বলা বাহুল্য, চলতি বছরের ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। তারপর থেকে খবরের শিরোনামে সন্দেশখালি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসে। রাস্তায় নামেন মহিলারা। লোকসভা নির্বাচনের প্রচারে সন্দেশখালি ইস্যুতে সরব হয়েছিল বিজেপি। কিন্তু সেইসময় মুখ্যমন্ত্রী তৃণমূল প্রার্থী শেখ হাজী নুরুল ইসলামের হয়ে হাড়োয়ায় জনসভায় করেছিলেন। তবে তিনি যাননি সন্দেশখালিতে। এই প্রথমবার সেখানকার মাটিতে পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, নতুন বছরের শুরুতেই মমতার রয়েছে ঠাঁসা কর্মসূচী। মেলা প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ৬ জানুয়ারি গঙ্গাসাগরে যাবেন। ৬ ও ৭ জানুয়ারি দু’দিন গঙ্গাসাগরে থাকবেন মমতা। সেখান থেকেই ৭ জানুয়ারি তিনি উদ্বোধন করবেনে ই- ভেসেলের। এরপর মেলা শুরুর আগের দিন অর্থাৎ ৭ জানুয়ারি রাতেই গঙ্গাসাগর থেকে কলকাতায় ফিরবেন মমতা। তবে গঙ্গাসাগরের আগেই ৫- ৬ জানুয়ারি বেঙ্গল বিজনেস সামিটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

About Prabir Mondal

Check Also

‘দ্বিতীয় কিষাণজী বানানোর ষড়যন্ত্র চলছে’, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আশঙ্কা বিজেপি সাংসদের

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে হাসপাতালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *