টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ হিমঘরে রাখা আলু না পেয়ে বিক্ষোভে ফেটে পড়লেন কৃষকরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পাহারহাটি হিমঘরে। অভিযোগ সরকারের নির্দেশ অনুযায়ী হিমঘরে ৩১ ডিসেম্বর পর্যন্ত আলু রাখার দিন ধার্য করা হয়েছিল বলে জানা যায়। ২৭ ডিসেম্বর শুক্রবার তারা হিমঘরে গিয়ে তাদের আলু নিতে চাইলে হিমঘর কর্তৃপক্ষ জানাই সেই আলু বিক্রি করে দিয়েছে।
এরপর তারা বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি অবিলম্বে তাদের রাখা আলু তাদের ফেরত দিতে হবে। অন্যদিকে হিমঘর কর্তৃপক্ষ কৃষকদের কাছ থেকে আলু ফেরত দেওয়ার জন্য সময় চান। কিন্তু, তাতে রাজি নয় কৃষকরা।
এরপরেই চাষিরা হিমঘরে বিক্ষোভ দেখানোর পর মেমারি দু’নম্বর ব্লকে বিডিওর কাছে লিখিত একটি ডেপুটেশন দেন। মেমারি দু’নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে।
